ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রুয়েটের নতুন ভিসি প্রফেসর রফিকুল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, মে ২৮, ২০১৪
রুয়েটের নতুন ভিসি প্রফেসর রফিকুল সংগৃহীত

রাবি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রফিকুল ইসলাম বেগ।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (বৃত্তি) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মর্ত্তুজা আলীকে উপাচার্যের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম বেগকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।

গত বছরের ৬ মার্চ রুয়েটের উপাচার্য অধ্যাপক সিরাজুল করিম চৌধুরীকে অব্যাহতি দিয়ে উপ-উপাচার্য ড. মর্ত্তুজা আলীকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয়েছিল।

বুধবার বিকেলে সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মর্ত্তুজা আলী নব নিয়োগপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগকে দায়িত্বভার বুঝিয়ে দিয়েছেন।

এ সময় রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. আশরাফুল আলমসহ সিন্ডিকেট সদস্য, ডিন, বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নোতারা উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. রফিকুল আলম বেগ ১৯৭৯ সালে রুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং ১৯৮৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এমএস ডিগ্রি লাভ করেন। এছাড়া ১৯৯৭ সালে তিনি কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

১৯৮৪ সালে তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। রুয়েটে শিক্ষকতাকালীন সময়ে তিনি সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটির সদস্য, ডিন, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ), যন্ত্রকৌশল বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।