ঢাকা: উচ্চ আদালতের রায়ের পর একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে রাজধানীর নটর ডেম কলেজ।
আগামী ৬ ও ৭ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও।
পরীক্ষা ছাড়া নটর ডেম কলেজে উচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে সরকারি প্রজ্ঞাপনের কার্যকারিতা বুধবার স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা নিতে আর কোনো বাধা থাকছে না।
এদিনই আদালতে আবেদনটি দায়ের করেছিলেন কলেজের অধ্যক্ষ। পরে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিষয়ে ১৮ মে নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালার ৩, ৪ ও ৯ নম্বর ধারায় বলা হয়েছিল, নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা নেয়া যাবে না এবং ভর্তিতে কোটা অনুসরণ করতে হবে। এই প্রেক্ষিতে আদালতে যায় কলেজ কর্তৃপক্ষ।
কলেজ অধ্যক্ষ হেমন্ত পিউস রোজারিও বুধবার রাতে বাংলানিউজকে বলেন, ২ হাজার ৬০০ আসনে শিক্ষার্থী ভর্তির জন্য শুক্রবার থেকে ভর্তির পরীক্ষার ফরম বিতরণ শুরু হয়ে হবে। ফরম বিতরণ কার্যক্রম চলবে আগামী সোমবার পর্যন্ত।
এবার ভর্তি ফরমের মূল্য ধরা হয়েছে ১২০ টাকা। এবার বিজ্ঞান বিভাগে ১ হাজার ৫০০, মানবিক বিভাগে ৪০০ এবং বাণিজ্য বিভাগে ৭০০ শিক্ষার্থী ভর্তি করানো হবে।
শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজ্ঞান বিভাগ এবং শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা সকল বিভাগের ফরম বিতরণ ও জমা নেয়া হবে।
এছাড়াও রোব ও সোমবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল বিভাগে ফরম বিতরণ ও জমাদান চলবে।
আবেদনের জন্য বিজ্ঞানে ন্যূনতম জিপিএ-৫, বাণিজ্যে জিপিএ-৪ এবং মানবিক বিভাগে যোগ্যতা ধরা হয়েছে ৩ দশমিক ২৫।
আগামী ৫ জুন প্রাথমিক বাছাইয়ের তালিকা প্রকাশ শেষে ৬ ও ৭ জুন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নীতিমালা জারির পর ভর্তি পরীক্ষা নিতে অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করে নটর ডেম কলেজ। পরে হাই কোর্টে আসে কলেজ কর্তৃপক্ষ।
গত বছরও শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাই কোর্টের আদেশ নিয়ে প্রতিষ্ঠানটি ভর্তি পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করে। সে বার প্রার্থী ছিল ১৪ হাজারেরও বেশি।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি বৃহস্পতিবার কয়েকটি জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে বলে জানান কলেজ অধ্যক্ষ।
** পরীক্ষা দিয়েই নটরডেমে ভর্তি
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মে ২৮, ২০১৪