ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বুদ্ধিবৃত্তিক বৈজ্ঞানিক জিজ্ঞাসাই শিক্ষার ভিত্তি

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মে ২৯, ২০১৪
বুদ্ধিবৃত্তিক বৈজ্ঞানিক জিজ্ঞাসাই শিক্ষার ভিত্তি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): আধুনিক বিশ্বে দার্শনিক, বুদ্ধিবৃত্তিক এবং বৈজ্ঞানিক জিজ্ঞাসাই হচ্ছে শিক্ষার ভিত্তি। সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভিত্তি এমনই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



বৃহস্পতিবার দুপুরে গণবিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত তৃতীয় সমাবর্তনে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান যুগের সঙ্গে সঙ্গতিপূর্ণ আধুনিক বিশ্বমানের শিক্ষা ও জ্ঞান প্রযুক্তিতে দক্ষ, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্ধুদ্ধ এক পরিপূর্ণ মানুষ তৈরি করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

সমাবর্তন বক্তা হিসেবে ড. ফারজানা ইসলাম বলেন, ভালো শিক্ষা ও পরিচিতির অভাবে গ্রামের মেধাবী গরিব ছেলেমেয়েরা পিছিয়ে থাকছে। গ্রামে শিক্ষার আলো ছড়াতে অনগ্রসর নারীদের আরো সচেতন করতে হবে। সমাজেরকল্যাণ কাজে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বৃত্তিমূলক ফান্ড গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতি প্রশংসার যোগ্য।

তিনি বলেন, নারী অগ্রযাত্রায় প্রতিবন্ধকতা দূর করার জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দায়িত্ব নিতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে করতে হবে স্থানীয় ও আন্তর্জাতিকও।

গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, আমাদের উচ্চশিক্ষা গুণগত ও মানগত উভয় ক্ষেত্রেই উন্নত বিশ্ব থেকে অনেক পিছিয়ে রয়েছে। প্রয়োজন উন্নত বিশ্বের শিক্ষা কার্যক্রম ও আধুনিকায়ন সম্পৃক্ত করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে তুলে আনার চেষ্টা করতে হবে।

সমাবর্তনে গণবিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন স্ব স্ব অনুষদের গ্র্যাজুয়েটদের সনদ প্রদানের জন্য করেন শিক্ষামন্ত্রীর কাছে জমা দেন।  

সমাবর্তনে স্বাগত বক্তব্য রাখেন- গণবিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড সভাপতি তাহরুন্নেসা আব্দুল্লাহ।

বৃহস্পতিবার গণবিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার দেলোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।