বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৩ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি ড. মো. হারুনর রশীদ খানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশার বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ১৬টি বিভাগের শিক্ষার্থীরা ১৩ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে।
সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরে, সমাজ কল্যাণ, মৃত্তিকা বিজ্ঞান, গনিত, মাকেটিং ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে।
দুপুর ১২টার দিকে সবকটি বিভাগের শিক্ষার্থীরা মিলিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসিকে তার কার্যলয়ে অবরুদ্ধ করে।
পরে, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা।
এদিকে, বিকেল ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভা হওয়ার কথা রয়েছে। এ সভায় দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।
** ফের বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুন ০৪, ২০১৪