ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবি জীব বিজ্ঞান স্কুলের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, জুন ৩, ২০১৪
খুবি জীব বিজ্ঞান স্কুলের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)  জীব বিজ্ঞান স্কুলের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (পরিচিতি পর্ব) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নম্বর একাডেমিক ভবনের অডিটরিয়ামে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

এ সময় তিনি বলেন, কলেজের নির্দিষ্ট শিক্ষাগণ্ডি পেরিয়ে যারা কঠিন প্রতিযোগিতার মধ্যদিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায় তারা প্রকৃত অর্থে মেধাবী। তারা বিশ্বমানের জ্ঞান আরহণের সুযোগ পায়।

তিনি নবাগত শিক্ষার্থীদের বলেন, বিশ্ববিদ্যালয় বৈশ্বিক জ্ঞানের আধার। এখান থেকে অর্জিত শিক্ষা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। রাষ্ট্র ও পরিবার তাদের পিছনে যে ব্যয় ও বিনিয়োগ করেছে তা যেন বিফলে না যায়।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথা অনুযায়ী নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরিয়েন্টেশন সংক্রান্ত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন বক্তা প্রফেসর ড. মো. আইয়াজ হাসান চিশতী।

এছাড়া প্রভোস্টদের মধ্যে প্রফেসর ড. মো. সরওয়ার জাহান, গ্রন্থাগারিক ড. কাজী মোখলেছুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. নজরুল ইসলাম এবং নবাগত ও পুরাতন শিক্ষার্থীদের পক্ষে শাহনাজ সুলতান ভূইয়া ও আর রফিউর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এর আগে স্কুলের আওতাধীন ৭টি ডিসিপ্লিন প্রধানরা নিজ নিজ ডিসিপ্লিনের নবাগত শিক্ষার্থী ও শিক্ষকদের পরিচয় করিয়ে দেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জুন ০৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।