পাবনা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শুধুমাত্র ডিগ্রি অর্জনের জন্য শিক্ষা প্রকৃত শিক্ষা নয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রকৃত শিক্ষা অর্জন করে দেশ ও সমাজের কল্যাণে মানব সম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের প্রতি এসময় আহ্বান জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রধান অতিথি সহকারে ক্যাম্পাস চত্বরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের ডিন রাশেদ কবির, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. এম আব্দুল আলীম, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, অভিনয় পরিবেশন করেন।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ০৫, ২০১৪