ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পরিবেশ রক্ষায় ইস্টার্ন ইউনিভার্সিটির আর্থ কেয়ার ক্লাব

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, জুন ৭, ২০১৪
পরিবেশ রক্ষায় ইস্টার্ন ইউনিভার্সিটির আর্থ কেয়ার ক্লাব ইস্টার্ন ইউনিভার্সিটি

ঢাকাঃ ধানমন্ডি লেকের পরিবেশ রক্ষায় সুধাসদন থেকে ল্যাব এইড হাসপাতাল, সিটি কলেজ থেকে ধানমন্ডি থানা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে ইস্টার্ন ইউনিভার্সিটির আর্থ কেয়ার ক্লাব। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কার্যক্রমে অংশ গ্রহণ করেন।



এলাকাবাসী, পথচারীদের যথাস্থানে ময়লা ফেলতেও উৎসাহিত করা হয় এ কার্যক্রমে। এসময় লিফলেট বিতরণ, বুকে পরিবেশ সচেতনামূলক ফেস্টুন নিয়ে রাস্তার দুপাশে অবস্থান করে ক্লাবের শতাধিক শিক্ষার্থী, সেচ্ছাসেবক। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. অধ্যাপক নজরুল ইসলাম, এমবিএ প্রোগ্রামের কোর্ডিনেটর ড. মোঃ শফিউল্লাহ এবং আর্থকেয়ার ক্লাবের সমন্বয়ক আবু মোঃ আবদুল্লাহ এতে নেতৃত্ব দেন।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং করণীয় সম্পর্কে সচেতন করতে ২০১১ সালের ১৫ নভেম্বর প্রতিষ্ঠিত হয় আর্থ কেয়ার ক্লাব। বর্তমানে তিন শতাধিকের উপর সেচ্ছাসেবক রয়েছে । পরিবেশ রক্ষায় ক্লাবটি বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতাসহ ডাস্টবিন স্থান এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, জুন ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।