ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাইক ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজির নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ৯ জুন, সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে(টিএসসি) অনুষ্ঠিত হবে। থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও।
এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. বিমল গুহ ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: বাহালুল হক চৌধুরী। আমন্ত্রিত অতিথি থাকবেন সাইক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা আবু হাসনাত মোহাম্মদ ইয়াহিয়া। সভাপতিত্ব করবেন সাইক ইন্সটিটিউটের চেয়ারম্যান সোহেলী ইয়াছমিন।
অনুষ্ঠানে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি ইন হেলথ টেকনোলজি(ল্যাবরেটরি/ডেন্টাল) ও বিএসসি ইন ফিজিওখেরাপির চূড়ান্ত ফলাফলে মেধা তালিকায় থাকা ৩০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হবে এবং শিক্ষাবৃত্তি দেওয়া হবে। বরণ করে নেওয়া হবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ১৫৫জন শিক্ষার্থীকে।
উল্লেখ্য, সাইক এডুকেশনাল সোসাইটি পরিচালিত ঢাকার মিরপুরে প্রতিষ্ঠিত সাইক ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩টি কোর্স পরিচালনার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজির বিভিন্ন কোর্স পরিচালনা করে থাকে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুন ০৮, ২০১৪