ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সিলেটে ছাত্রদলের ধর্মঘটে ছাত্রলীগের ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৯ ঘণ্টা, জুন ৮, ২০১৪
সিলেটে ছাত্রদলের ধর্মঘটে ছাত্রলীগের ভাঙচুর

সিলেট: ছাত্রদলের ডাকা ছাত্রধর্মঘট চলাকালে সিলেট সরকারি কলেজে ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। রোববার বেলা ১১ টায় এ ভাংচুরের ঘটনা ঘটে।



প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মঘটের কারণে শিক্ষকরা ব্যবহারিক পরীক্ষার খাতায় মার্ক (নাম্বার) না দেওয়ায় ১০/১২ জন ছাত্রলীগ নেতাকর্মীরা ক্ষ‍ুব্ধ হয়ে কলেজের কাঁচের দরজা জানালা ভাঙচুর করে।

ধর্মঘট চলাকালে এমসি কলেজ ও মদনমোহন কলেজে পাঠদান চলেনি দাবি করেছে ছাত্রদল। কলেজগুলোতে স্বতস্ফূর্তভাবে ধর্মঘট চলছে বলে দাবি করেন ছাত্রদলের নেতাকর্মীরা। অপর দিকে কলেজের শিক্ষকরা বলেছেন ধর্মঘট থাকলেও কলেজে যথারীতি ক্লাস হয়েছে।

মার্ক দেওয়ার কারণে ভাঙচুরের কথা অস্বীকার করে সরকারি কলেজের অধ্যক্ষ আশফাক আহমদ সীমার বাংলানিউজকে বলেন, ‘ব্যবহারিক পরীক্ষা চলাকালে অন্য ছাত্রদের শ্রেণিকক্ষে ঢুকতে না দেওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর করেছে। তবে কলেজে ব্যবহারিক পরীক্ষা স্বাভাবিক নিয়মেই চলেছে।

সিলেট এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ বাংলানিউজকে বলেন, ছাত্র ধর্মঘট হলেও যথারীতি ক্লাস চলছে, ব্যহারিক পরীক্ষার খাতায়ও শিক্ষকরা মার্ক দিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, ধর্মঘট চলাকালে সব কয়টি কলেজে পাঠদান অব্যাহত ছিল। তবে মদনমোহন কলেজে ছাত্রদলের নেতাকর্মীরা  কিছুটা ঝামেলা করেছিল।   

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুন ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।