কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের একটি সভায় বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সৈয়দুর রহমানকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা পরিচালক ড.মোহাম্মদ আহসান উল্যাহ, প্রক্টর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আইনুল হক, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট কাজী কামাল উদ্দীন।
তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য চেষ্টা করব।
রোববার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে লোক প্রশাসন সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী আমজাদ হোসেনকে ছুরিকাঘাত করে মার্কেটিং পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী মোয়াজ্জেম হোসেন জীবন।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ১০, ২০১৪