ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার দুপুর ২টার দিকে ইবি ছাত্রলীগের আহ্বায়ক শামিম হোসেন খান ও যুগ্ম আহ্বায়ক আবুজার গিফারি গাফফারের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয় ছাত্রলীগ কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২টার দিকে ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান রাসেদসহ কয়েক নেতাকর্মীকে প্রশাসন ভবনের পেছনে দেখা যায়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে রাসেদ ও তার সঙ্গীরা দৌড়ে পালিয়ে যায়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রশাসনিক ভবন, ডরমেটরিসহ বিভিন্ন স্থানে ছাত্রদল নেতাকর্মীদের খুঁজতে থাকে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ প্রক্টরিয়াল বডি এসে পুলিশের সহায়তায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের না পেয়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় টেন্টে এসে জড়ো হয়।
ইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুজার গিফারি গাফফার বাংলানিউজকে বলেন, ছাত্রদল নেতাকর্মীরা কাম্পাসে ঢুকে অরাজকতার চেষ্টা করায় তাদের বের করে দিয়েছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পৌঁছে তাদের মধ্যকার ভুল বোঝাবুঝির সমাধান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ১১, ২০১৪