পরিবেশ রক্ষায় সচেতনতামূলক নানা কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে ইস্টার্ন ইউনিভার্সিটিতে ‘সবুজ সপ্তাহ’ পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংগঠন ‘আর্থ কেয়ার ক্লাব’ বিশেষ এ কার্যক্রমের আয়োজন করে।
‘সবুজ সপ্তাহ’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক এবং আর্থকেয়ার ক্লাবের সমন্বয়ক আবু মোঃ আবদুল্লাহ। এ সময় বক্তারা বলেন ‘আমরা আমাদের কার্যক্রমকে সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ধরনের সচেতনতামূলক কাজ করে যাচ্ছি”। উপস্থিত ছিলেন আর্থকেয়ার ক্লাবের সভাপতি রাজীব চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সাদ বিন সোলায়মান, সহকারী দপ্তর সম্পাদিকা সিরিন সবনম সহ ক্লাবের সদস্যরা।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং করণীয় সম্পর্কে সচেতন করতে ২০১১ সালের ১৫ নভেম্বর প্রতিষ্ঠিত হয় আর্থ কেয়ার ক্লাব। বর্তমানে ক্লাবটিতে তিন শতাধিকের উপর সেচ্ছাসেবক রয়েছে। পরিবেশ রক্ষায় ক্লাবটি বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতাসহ ডাস্টবিন স্থাপন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ সময়: ০০৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৪