ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাতক্ষীরায় কারিগরি শিক্ষা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
সাতক্ষীরায় কারিগরি শিক্ষা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা: বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-১৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দুপরে সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-১৪ উদযাপন কমিটি।



সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী জিএম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-সাতক্ষীরা টেকনিকেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোদাচ্ছের আলী, শিক্ষক আশেক-ই-এলাহী, নিত্যানন্দ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, যে দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তি বেশি, সে দেশের জনগণের মাথাপিছু আয় ততো বেশি। বর্তমানে বাংলাদেশে ১৫ কোটি মানুষের মধ্যে কারিগরি শিক্ষায় শিক্ষিত মানুষ মাত্র ৫ ভাগ। দেশকে এগিয়ে নিতে চাইলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে কারিগরি শিক্ষা সপ্তাহ-১৪ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।