ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নিজ বাসভবনে ৩ দিন অবরুদ্ধ বাকৃবি উপাচার্য

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৪
নিজ বাসভবনে ৩ দিন অবরুদ্ধ বাকৃবি উপাচার্য

বাকৃবি(ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২য় বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফি বাতিলের দাবিতে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩য় দিনের মতো নিজ বাসভবনে অবরুদ্ধ রয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. রফিকুল হক।

এদিকে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন ধরে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের সব অনুষদের শিক্ষার্থীরা।



এদিকে, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগ ও শিক্ষক সমিতির সঙ্গে করা এক বৈঠকে মতের মিল হয়নি শিক্ষার্থীদের। সোমবার রাত ৮টা থেকে প্রায় ৪ ঘণ্টা আলোচনা করা হলেও কোনো সিদ্ধান্ত আসেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছাত্র বিষয়ক বিভাগ ও শিক্ষক সমিতির নেতারা সেমিস্টার ফি আংশিক কমানোর কথা বললেও শিক্ষার্থীরা বাতিলের দাবি জানান। পরে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়।

পরবর্তীতে মঙ্গলবার বিকেলে আরেক দফা মিটিং এ বসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও আন্দোলনরত ২য় বর্ষের শিক্ষার্থীরা। কিন্তু সেখানেও কোনো আশানুরূপ সিদ্ধান্ত হয়নি বলে জানান শিক্ষার্থীরা।

এদিকে, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানায় ২য় বর্ষের আন্দোলনরত শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।