ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বর্ধিত ফি বাতিলের দাবিতে কারমাইকেলে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, জুন ২২, ২০১৪
বর্ধিত ফি বাতিলের দাবিতে কারমাইকেলে বিক্ষোভ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রংপুর কারমাইকেল কলেজের প্রগতিশীল ছাত্র জোট।

রোববার সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজের ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।



প্রগতিশীল ছাত্রজোটের নেতা আবু রায়হান বকসীর সভাপতিত্ব অবরোধ পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কারমাইকেল কলেজ শাখার সভাপতি এম এম সৌরভ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক হোজায়েফা সাকওয়ান জেলিড, ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি মোসলেম উদ্দিন প্রমুখ।
 
সমাবেশে বক্তারা বলেন, গরীব ছেলে-মেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। টিউশনি করে তারা লেখা-পড়ার খরচ চালান। ফরম পূরণের সময় বাড়ির গরু বা জমি-জমা বন্ধক রেখে টাকা যোগাড় করতে হয় তাদের।

ছাত্রনেতারা বলেন শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের পরও প্রতিবছর ফরম পূরণের ফি বৃদ্ধি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সরকার শিক্ষাকে কেনাবেচার পণ্যে পরিণত করতে চায় মন্তব্য করে তারা বলেন, চলতি মাসের শুরুতে প্রথম বর্ষের ফরম পূরণে ৫শ’ ৫০ টাকা বাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়। একই মাসের তৃতীয় সপ্তায় এসে চতুর্থ বর্ষের ফরম পূরণে গত বছরের চেয়ে বৃদ্ধি করেছে ৭ শ’ ৩৫ টাকা।

এভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয়কে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার পাঁয়তারা করছে সরকার। এতে করে দরিদ্র ছাত্ররা জাতীয় বিশ্ববিদ্যালয়েও পড়তে পারবেন না-বলেন প্রগতিশীল ছাত্র জোটের নেতারা।

অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি আহবান জানান তারা। অন্যথায় অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

গত বছর কোর্স ফি ১ শ’ ৬৫ টাকা থেকে ২ শ’ টাকা, কেন্দ্র ফি ৩ শ’ টাকা থেকে ৩ শ’ ৫০ টাকা, নম্বরপত্র ও সার্টিফিকেট ফি ৫ শ’ টাকা থেকে ৬ শ’ টাকা এবং ল্যাব ফি ৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ শ’ ২৫ টাকা করা হয়েছে। নতুনভাবে মৌখিক পরীক্ষার ফি ২ শ’ টাকা, মান উন্নয়ন অন্তভুক্তি ফি ৩ শ’ টাকা আরোপ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।