ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নীলফামারীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৪
নীলফামারীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন

নীলফামারী: কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নীলফামারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এসব কর্মসূচির আয়োজন করে।

 

দুপুরে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে শেষ হয়। এসময় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হল রুমে “একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অরবিন্দু বর্ধন। আলোচনা সভায় কলেজের চিফ ইনস্ট্রাক্টর কলিম উদ্দিন সরকার, ইনস্ট্রাক্টর মোরশেদুল আলম ও তারিকুল ইসলাম বক্তব্য রাখেন।

সভা শেষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে আয়োজকরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা জানান, ২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষার হার শতকরা ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার সারাদেশে উপজেলা পর্যায়ে টেকনিক্যাল স্কুল স্থাপন করার পরিকল্পনা করেছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।