ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কুয়েটের সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৪
কুয়েটের সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অডিটোরিয়ামে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ০৯ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিএসই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রফেসর ড. কে এম আজহারুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা, তত্ত্ব কৌশল অনুষদের ডিন প্রফেসর ড. নুরুন্নবী মোল্লা, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কাজী মো. রকিবুল আলম ও উপ-পরিচালক (ছাত্র কল্যাণ) ড. জি জি মো. নেওয়াজ আলী।

এ সময় প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেরস ড. মুহাম্মদ আলমগীর ফুল দিয়ে নবীন ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানান এবং বিদায়ী গ্রাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে সিএসই বিভাগের সকল শিক্ষকবৃন্দ, বিভিন্ন ব্যাচের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

এছাড়া সন্ধ্যায় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়:  ১৯৫২ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।