ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১৪-২০১৫ অর্থবছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭৩ কোটি ৮৮ লাখ টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিশাল অঙ্কের বাজেটে গবেষণাখাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৩ কোটি টাকা।
সার্বিকভাবেও শিক্ষা ও গবেষণাখাতে গত বছরের তুলনায় দশমিক ৮১ শতাংশ বরাদ্দ কমেছে।
বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দফতর সূত্রে পাওয়া চলতি বছরের বাজেট বিবরণীতে এ চিত্র পাওয়া যায়।
বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে এ বাজেট উপস্থাপন করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়।
বাজেট উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক সহিদ আকতার হুসাইন। সিনেটের বাজেট অধিবেশনে
সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। সিনেট সদস্যদের আলোচনার পর বাজেট পাস করা হবে।
গত ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ছিল ৩১৪কোটি ৫৩ লাখ টাকা। সে তুলনায় চলতি বাজেটের পরিমাণ বেড়েছে প্রায় ৫৯ কোটি ৩৫ লাখ টাকা।
তুলনামূলক বাজেট বিশ্লেষণে দেখা যায়, সার্বিকভাবে বাজেটের আকার বাড়লেও শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে বাজেট বরাদ্দ বাড়েনি, বরং আরও কমেছে।
গত অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল মোট বাজেটের ১০ দশমিক ৪৯ ভাগ। সেখানে চলতি বছরে এ খাতে বরাদ্দ রাখা বাজেটের ৯ দশমিক ৬৮ শতাংশ। যা গত বছরের তুলনায় দশমিক ৮১ শতাংশ কম।
চলতি বাজেটের শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের ব্যয় নির্বাহের জন্য বরাদ্দ করা টাকা ৩৬ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে গবেষণা খাতে ব্যয় হবে মাত্র তিন কোটি টাকা।
এদিকে শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ কমলেও বেড়েছে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা। গত বছরের তুলনায় এ খাতে বরাদ্দ বেড়েছে দশমিক ৪ শতাংশ। টাকার অংকে যা গত বছরের তুলনায় প্রায় ৩৯ কোটি ১৯ লাখ টাকা বেশি।
ব্যয়ের সবচেয়ে বড় এ খাতে ব্যয় হবে ২৪০ কোটি ৭১ লাখ ৩২ হাজার টাকা। যা মোট বাজেটের ৬৪ দশমিক ৩৮ শতাংশ। এ খাতে গত বছর বরাদ্দ ছিল মোট বাজেটের ৬৪.০৪ শতাংশ। টাকার অংকে যা প্রায় ২০১ কোটি ৫২ লাখ ৩২ হাজার টাকা।
এছাড়া অন্য খাতের মধ্যে রয়েছে পেনশন বাবদ ৫৫ কোটি টাকা, যা মোট বাজেটের ১৪ দশমকি ৭১ শতাংশ। সাধারণ কার্যক্রম ও বিবিধ খাতে ৩৫ কোটি ১৭ লাখ টাকা, মেরামত সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ খাতে সাত কোটি ৫০ লাখ টাকা এবং মূলধন মঞ্জুরি বাবদ দুই কোটি টাকা।
ঢাবির হিসাব পরিচালকের দফতর সূত্রে আরও জানা যায়, এবারের বাজেটে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বরাদ্দ থেকে আসছে ৩২৩ কোটি ৫০ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৩২ কোটি টাকা। বাকীকি ১৮ কোটি ৩৮ টাকা ঘাটতি নিয়ে নতুন অর্থবছর শুরু করছে বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৪