ঢাকা: সকল স্বীকৃতিপ্রাপ্ত কিন্তু নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে এমপিওভূক্তির জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী’ এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এশারত আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ।
বক্তারা বলেন, নন-এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। আসন্ন বাজেটে এই খাতে প্রয়োজনীয় বরাদ্দ ও এমপিওভূক্ত না করা হলে বৃহত্তর আন্দোলন ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৪