ঢাকা বিশ্ববিদ্যালয়: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মান উন্নয়নের জন্য স্বতন্ত্র পে-স্কেল ও চাকরির বয়স ৬৭ করার দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবনের সভাকক্ষে আয়োজিত ফেডারেশনের এক সাধারণ সভা থেকে এ দাবি জানান শিক্ষক নেতারা।
আন্দোলনের অংশ হিসেবে আগামী ৬ জুলাই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যপক ড. ফরিদ উদ্দীন আহমেদ।
নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তারা প্রধানমন্ত্রী, পে-কমিশনের চেয়ারম্যান, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের চেষ্টা করবেন বলে সভা থেকে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৪