রংপুর: ব্যাংকে তালা লাগিয়ে রংপুর কারমাইকেল কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।
রোববার দুপুরে নগরীর বেতপট্টি এলাকায় জনতা ব্যাংক কর্পোরেট শাখার ফটকে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগ।
এতে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা ভর্তির টাকা জমা দিতে না পেরে ভর্তি না হয়েই ফিরে গেছেন। অন্যদিকে কলেজ ও ব্যাংক কর্তৃপক্ষ বাধ্য ভর্তি কার্যক্রম স্থগিত রেখেছে।
কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেআরা বিনতে বানু বাংলানিউজকে বলেন, ভর্তির শেষ দিনে রোববার সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির কথা ছিল। কিন্তু একটু ঝামেলা সৃষ্টি হওয়ায় ভর্তি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা জানান, ভর্তির ফি জমা দিতে দুপুরে ব্যাংকে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বের করে দিয়ে ফটকে তালা লাগিয়ে দিয়েছে। পরে তারা ভর্তি না হয়েই ফিরে গেছেন।
পরে খবর পেয়ে কলেজ কৃর্তপক্ষ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জনতা ব্যাংক রংপুর কর্পোরেট শাখার ব্যবস্থাপক নূর মোহাম্মাদ বাংলানিউজকে জানান, দুপুর থেকে কোনো ভর্তি ফি জমা নেওয়া হয় নি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুন ২৯, ২০১৪