ঢাকা: পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন-স্কেল ও চাকরির বয়সসীমা ৬৭ বছর করার দাবিতে মানববন্ধন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শিক্ষক সমিতি।
রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচিতে অংশ নেন শেকৃবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, নীল দলের সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ইসমাঈল হোসেন, কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক মো. জাহিদুল ইসলাম, সাদা দলের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. রুহুল আমীনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক।
এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. সেকেন্দার আলী বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয় মেধাবী শিক্ষার্থীরা। কিন্তু আর্থিকভাবে তাদের দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। একদিকে যেমন মেধার মূল্যায়ন হচ্ছে না, তেমনি অন্যদিকে মেধাবী শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাকরির দিকে না ঝুঁকে আজকাল চলে যাচ্ছে বেসরকারি কোনো ভালো বেতনের চাকরির দিকে। আবার দেশের বাইরে ডিগ্রি নিতে গিয়ে দেশে ফেরার আগ্রহ হারিয়ে ফেলছেন। আর এভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মেধার পাচার হয়ে যাচ্ছে।
জীবনযাত্রার মান বাড়লেও সে তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাড়েনি জানিয়ে তিনি বলেন, স্বতন্ত্র পে-স্কেল প্রণয়নের দাবি মানসম্মত ও যুগোপযোগী।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৪