সাভার (ঢাকা): ফিলিস্তিনে ইসরায়েলের চলমান হামলার প্রতিবাদে এবং অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়ে সাভারে মানববন্ধন করেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ব্যানারে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল গেট থেকে বাইশ মাইল পর্যন্ত রাস্তার দুই পাশে দীর্ঘ এই মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীগণের পাশাপাশি এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসুল্লিরাও অংশ নেন।
ফিলিস্তিনে চলমান হামলা বন্ধে জাতিসংঘ অবিলম্বে কার্যকরী পদক্ষেপ না নিলে ঢাকাস্থ জাতিসংঘ কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা।
মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাএসংসদ, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, সামাজিক সংগঠন বন্ধন এবং সৃজনী সাহিত্য ও ছাত্রকল্যাণ পরিষদের সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪