ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ছাত্রের কোপে আহত শাবি শিক্ষক ড. নিয়াজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
ছাত্রের কোপে আহত শাবি শিক্ষক ড. নিয়াজ

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ড. নিয়াজ আহমদকে কুপিয়ে আহত করেছেন একই বিভাগের ছাত্র ওয়েস আহমদ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওয়েসকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে নিজ অফিসে বসে কাজ করছিলেন ড. নিয়াজ। এ সময় একই বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী কয়েস (২০০৮-০৯ শিক্ষাবর্ষ) তার অফিসে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে দৌঁড়ে পালাতে গেলে শিক্ষার্থীরা তাকে আটক করেন।

পরে মারধর করে জালালাবাদ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয় কয়েসকে।

গুরুতর আহত অবস্থায় ড. নিয়াজকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন শিক্ষার্থীরা।

আহত ড. নিয়াজের মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এবং তিনি  আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য ।

এদিকে এ ঘটনার প্রতিবাদে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এ সময় তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও নিজ নিজ বিভাগের সামনে বিক্ষোভ করতে থাকেন। এছাড়া সাধারণ শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে ভিসি ভবনও প্রদক্ষিণ করেন।

শাবিপ্রবি’র উপাচার্য আমিনুল হক ভুইয়া এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন- হামলাকারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে এ ঘটনার পর ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন।

ওসি জানান, ছাত্রদের মারধরে গুরুতর আহত হামলাকারী কয়েসকেও পুলিশি প্রহরায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।