খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) চতুর্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুয়েট ডিবেটিং সোসাইটি (কেডিএস) আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুয়েটের উপাচার্য ও কুয়েট ডিবেটিং সোসাইটি (কেডিএস)-এর প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।
কেডিএস-এর মডারেটর ও যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোবহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও উপ-পরিচালক (ছাত্র কল্যাণ) ড. জি জি মো. নেওয়াজ আলী এবং চতুর্থ আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক ও যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. হেলাল-আন-নাহিয়ান।
অনুষ্ঠানে মো. হেলাল-আন-নাহিয়ানকে কেডিএস-এর মডারেটর হিসেবে দায়িত্ব প্রদান করেন।
‘প্রিয় ফুল পৌঁছাবেনা প্রিয়তমার মায়াবী খোপায়’ শীর্ষক বাংলা বিতর্কে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রতিযোগী দল চ্যাম্পিয়ন ও আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া সিএসই বিভাগ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়।
“Government Should stipulate a minimal valuation on RMG exports which comprises the cost of preserving safety standards” শীর্ষক ইংরেজি বিতর্কে যন্ত্রকৌশল বিভাগ চ্যাম্পিয়ন ও আরবান এন্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি)-১ দল রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন এবং যন্ত্রকৌশল বিভাগের হাফিজ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
তৃতীয় স্থান নির্ধারণীতে ‘বাংলাদেশ রাশিয়া সাম্প্রতিক চুক্তি একটি ভুল কুটনৈতিক সিদ্ধান্ত’ শীর্ষক বাংলা বিতর্কে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ চ্যাম্পিয়ন ও ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে এবং যন্ত্রকৌশল বিভাগের ফুয়াদ হাসান শ্রেষ্ঠ বক্তা নিবাচিত হন।
এছাড়া ২০১৩ ব্যাচের শিক্ষার্থীদের বারোয়ারী বিতর্কে ১ম হয়েছেন বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্ট (বিইসিএম) বিভাগের আজমির ও ২য় হয়েছেন একই বিভাগের নাফিউর রহমান পিয়াল এবং ৩য় হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের মো. ফুয়াদ হাসান।
বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪