ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

খুবিতে শিক্ষা সমাপনী শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪
খুবিতে শিক্ষা সমাপনী শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ১০ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের তিনদিনব্যাপী শিক্ষা সমাপনী অনুষ্ঠান বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে।

বুধবার বিকেল ৩টায় বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

এ সময় ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. অনির্বাণ মোস্তফা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে শুরু করে বাস ও ট্রাকযোগে ময়লা পোতা মোড় হয়ে শিববাড়ী, নতুন রাস্তার মোড় হয়ে বয়রা বাসস্ট্যান্ড হয়ে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড দিয়ে গল্লামারী হয়ে ক্যাম্পাসে এসে পৌঁছায়।

পরে সন্ধ্যা ৬টায় খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিন ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সকাল ১০টায় দেশীয় খেলা এবং বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।

১২ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠান সমাপনীর দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও আলোচনা সভা এবং বিকেল ৩টায় কনসার্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।