ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১২

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে  ‘ক’ ইউনিটের অধীনে ১ম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১২ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর মধ্যে বিজ্ঞান অনুষদ থেকে ৩ জন, কলা ভবন থেকে ১, ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে ৩, ইডেন কলেজ থেকে ১, নীলক্ষেত হাইস্কুল কেন্দ্র থেকে ১, নটরডেম কলেজ থেকে ১, মতিঝিল আইডিয়াল স্কুল থেকে ১ এবং অগ্রণী স্কুল থেকে ১ জনকে আটক করা হয়েছে।



আটকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ১০টা থেকে  ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৭৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়।

‘ক’ ইউনিটের মোট ১৬৪০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৮০,৪৪২ জন।

** ঢাবি ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪/ আপডেট: ১২০৩ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।