ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বন্যার্তদের পাশে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
বন্যার্তদের পাশে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বন্যার্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশর (এসইউবি) শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে বগুড়া জেলার সারিয়াকান্দি থানার বড়ইকান্দি গ্রামে ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণসহায়তা প্রদান করা হয়।



ত্রাণসামগ্রীর মধ্যে প্রতি ব্যাগে রয়েছে, ৩ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১৫টি ওরস্যালাইন ও ৩০ পিস করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং পোশাক।

এসইউবি'র সাংবাদকিতা, যোগাযোগ অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক শেখ জিনাত শারমিন বলেন, দেশে বন্যা দুর্গতদের দ‍ুর্দশায় ব্যথিত হয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ কিছু সহযোগিতা নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং শিক্ষার্থীরা বড়ইকান্দি গ্রামের সকল বন্যাপীড়িত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে খাবার তুলে দিয়েছে।

অ্যাডভেঞ্চার ক্লাব বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খোরশেদ আলমের মাধ্যমে এসইউবি’র কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের এক্সিকিউটিভ আতিকুল ইসলাম বন্যাদুর্গতদের ত্রাণসহায়তা  প্রদান করেন।

এ সময় তাদের সাথে ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী রুবায়েত, বাশার, শাকিব, পিয়াস, আল-আমিন, পানাম ও আরিফ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।