ঢাকা: দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে টকিং বই, ব্রেইল কুরাআন ও অডিও হাদিস বিতরণ করেছে ভিজুয়ালি ইমপেয়ার্ড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ভিউ ফাউন্ডেশন)।
রোববার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সাগর রুনি হলে ৭০ জন শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
ভিউ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ইউসুফ আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আব্দুল মোনেম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এস এম মাইনুদ্দিন মনেম, বিশিষ্ট অর্থপেডিক সার্জন অধ্যাপক কাজী শহিদুল আলম ও শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন (শাহীন) প্রমুখ।
অনুষ্ঠানে ভিউ ফাউণ্ডেশনের সভাপতি অধ্যাপক ইউসুফ আলী চৌধুরী বলেন, আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ডিজিটাল টকিং বই, ডিজিটেল টকিং লাইব্রেরি ও ব্রেইল পদ্ধতিতে কুরআন ও হাদীস শরীফের ডিজিটাল টকিং ভার্সন তৈরি করছে।
ভবিষ্যৎতে এই কাজের পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪