ঢাকা: আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে দরকার আধুনিক নতুন প্রজন্ম। সেজন্য প্রয়োজন দক্ষতা, জ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা।
রোববার রাজধানী জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত এক বিতর্ক প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ দাবি জানান।
ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড’র (ইউএনএফপিএ) পৃষ্ঠপোষকতায় ডিবেট ফর ডেমোক্রেসি এ বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ভবিষতে আমার মতো ব্যক্তি আর মন্ত্রী হতে পারবেন না। কারণ তথন যে জ্ঞান, মেধা, প্রযুক্তি ও দক্ষতা সম্পন্ন নতুন প্রজন্ম তৈরি হবে, সে মেধা আমার নেই। দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে মুক্তিযুদ্ধ করেছিলাম। সেই মুক্তিযুদ্ধের চেতনায় একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এজন্য দরকার আধুনিক নতুন প্রজন্ম। আর আধুনিক নতুন প্রজন্ম গড়ে তুলতে প্রয়োজন জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতা নির্ভর শিক্ষাব্যবস্থা। এজন্য শিক্ষা ক্ষেত্রে আরও আরও বিনিয়োগ চাই। আশাকরি সরকার শিক্ষায় আরও বিনিয়োগ করবে।
শিক্ষা ক্ষেত্রে মেয়েরা এগিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই প্রতিয়োগীতা ৪টি ছেলেদের স্কুল এবং ৪টি মেয়েদের স্কুল অংশ নিয়েছিল। কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসেছে মেয়েদের স্কুল। আর তারাই বিজয় ছিনিয়ে নিল প্রতিযোগীতার মাধ্যমে। শুধু তাই নয়, মাধ্যমিক পর্যায় পর্যন্ত মেয়েরা ছেলেদের চেয়ে অনেক এগিয়ে গেছ।
বিতর্ক প্রতিযোগীতাটি ছায়া পার্লামেন্টের আকারে উপস্থাপন হয়। এতে সরকারি দল ও বিরোধী দলের যুক্তিতর্ক আর প্রাণবন্ত উপস্থাপনায় মুগদ্ধতা প্রকাশ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, আমি মনে করি এমন প্রাণবন্তভাবে মেধা, দক্ষতা ও যুক্তির মাধ্যমে আমাদের জাতীয় সংসদের আলোচনা হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনএফপিএ’র বাংলাদেশ প্রতিনিধি মিস আর্জেন্টিনা মেটাভ্যাল পিচ্চিন বলেন, ছায়া পার্লামেন্টে সরকারি দল ও বিরোধী দল যেভাবে যুক্তি তর্ক দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরলো, আশাকরি জাতীয় সংসদও তেমন প্রাণবন্ত হয়ে উঠবে।
'তরুণদের জন্য বিনিয়োগ ভবিষৎ উন্নয়নের একমাত্র উপায়' শীর্ষক বিতর্ক প্রতিযোগীতায় সরকারি দল হিসেবে ভিকারুননিসা নুন কলেজ ও বিরোধী দল হিসেবে হলিক্রস কলেজ অংশ নেয়।
প্রায় ঘণ্টাব্যাপী বিতর্কের শেষে ভিকারুননিসা নুন কলেজ বিজয়ী হয়। ছায়া সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন ডিবেট ফর ডেমোক্রসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, সেপ্টম্বর ১৪, ২০১৪