রংপুর: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
রোববার দুপুরে শিক্ষকরা মানবন্ধনের অংশ নেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সাইদুল হক বলেন, শিক্ষক সমাজের ওপর এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা হোক।
দোষীদের দৃষ্টান্তমূলক শস্তি দেওয়া না হলে শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, একটি স্বাধীন দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এভাবে আক্রান্ত হতে পারেন তা আমাদের জানা ছিল না। এর আগের হামলাগুলোর বিচার না হওয়ায় সন্ত্রাসীরা এ সাহস পেয়েছে বলে মনে করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪