ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৪৩ শিক্ষার্থী

রাবি কসেরপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
রাবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৪৩ শিক্ষার্থী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ৪৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করবে।

এ বছর রাবির ৮ অনুষদের ৮টি ইউনিটে ৩ হাজার ৮২৮টি আসনের বিপরীতে এক লাখ ৬৫ হাজার ৫৯৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন।



গত ২৭ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর সোমবার শেষ দিন পর্যন্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক থেকে ক্ষুদেবার্তার মাধ্যমে এ আবেদন করেন শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ইলিয়ান হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানান।  

তিনি জানান, এবার বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের ৫০টি বিভাগে ৩ হাজার ৮২৮টি আসনের বিপরীতে এ-ইউনিটে ২২ হাজার ৪৫৭, বি-ইউনিটে ১৮ হাজার ৬০৭, সি-ইউনিটে ২১ হাজার ৯৫৭, ডি-ইউনিটে ২৫ হাজার ২৭১, ই-ইউনিটে ৩০ হাজার ১৬৫টি (সর্বাধিক), এফ-ইউনিটে ১৬ হাজার ৭৯০, জি-ইউনিটে ১০ হাজার ৩০৭ এবং এইচ-ইউনিটে ২০ হাজার ২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবার রাবিতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৩০টি এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগে ৪০টি আসন বৃদ্ধিসহ বেশ কয়েকটি বিভাগে ১০১টি আসন বৃদ্ধি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।