ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেকৃবির নজরুল হলে তীব্র পানি সঙ্কট

মহিবুল আলম সবুজ, শেকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
শেকৃবির নজরুল হলে তীব্র পানি সঙ্কট ছবি: ফাইল ফটো

শেকৃবি: রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কবি কাজী নজরুল ইসলাম হলে সোমবার বিকেল থেকে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

দীর্ঘদিন ধরেই পানির তীব্র সঙ্কট চলছে নজরুল ইসলাম হলে।

প্রায় এক হাজার শিক্ষার্থীর এই আবাসিক হলে রয়েছে মাত্র একটি খাবার পানির ট্যাংক।

এছাড়া মাত্র একটি পানি বিশুদ্ধকরণ যন্ত্রের সাহায্যে ডাইনিং ও ক্যান্টিনের সামনে দুটি জায়গায় পানি সরবরাহ করা হয়।

সোমবার দুপুর তিনটার দিকে হলে নির্মাণ কাজ চলাকালে শ্রমিকদের অসর্তকতায় খাবার পানির লাইনটি ভেঙ্গে যায়।

হল প্রভোস্ট ড. ইসমাইল হোসাইন জানান, পাইপ ফাটার কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। মঙ্গলবারের মধ্যেই পানির লাইন ঠিক হয়ে যাবে বলে জানান তিনি।

ক্যান্টিন ম্যানেজার হারুন মিয়া বলেন, খাবার পানির জন্য মাত্র ট্যাংক। তাও এখন আবার অকার্যকর। তাই ছাএদের অপরিশোধিত সাপ্লাই পানি খাওয়াতে বাধ্য হচ্ছি।   

নজরুল হলের পেছনের ব্লকে পানি সরবরাহের জন্য আটটি পানির ট্যাংক থাকলেও কার্যকর আছে মাত্র দুটি। এ কারণে কিছুক্ষণ  বিদ্যুৎ না থাকলেই পানির জন্য হাহাকারে পড়তে হয় শিক্ষার্থীদের।

সোমবার এ বিষয়ে জানতে চাইলে ইলেকট্রিক শাখার নির্বাহী প্রকৌশলী  মো. মমিনুল আহসন মুঠোফোনে জানান, হলে পানির পাইপ ফাটা এবং পেছনের ব্লকের অকার্যকর পানির ট্যাংকের বিষয়টি আমি অবগত নই। কাল সকালে হলে গিয়ে ব্যাপারটি আমরা গুরুত্ব সহকারে দেখব।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।