ঢাকা বিশ্ববিদ্যালয়: নিজ বিভাগের ছাত্রীকে যৌন হয়রানিতে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নাট্যকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলামকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।
মানববন্ধনে অংশ নেন নাট্যকলা বিভাগের শতাধিক শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা এ সময় বক্তব্য দেন।
বক্তারা বলেন, যে শিক্ষক বিভাগেরই একজন ছাত্রীর সঙ্গে এরকম আচরণ করতে পারেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে থাকার তার কোনো নৈতিক অধিকার থাকতে পারে না। তাই তাকে সাময়িক নয়, আজীবন বহিষ্কার করে চাকরিচ্যুত করা হোক।
ওই শিক্ষককে আজীবন বহিষ্কারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়ে তারা হঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ সময়ের মধ্যে ওই শিক্ষককে আজীবনের জন্য বহিষ্কার করা না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
নাট্যকলা বিভাগের ৩য় বর্ষ ৬ষ্ঠ সেমিস্টারের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামকে গত সোমবার তার কার্যালয়ে দুই দফায় ৯ ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পরে সন্ধ্যায় সিন্ডিকেটের এক জরুরি সভায় তাকে সাময়িক বহিষ্কার করে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয় বিশ্ববিদ্যায় প্রশাসন।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪