ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শেবামেকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪
শেবামেকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) এ আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় জরুরি সভা ডেকেছেন একাডেমিক কাউন্সিল।

পাশাপাশি সভায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

যারা আগামী ৭ কার্যদিবেসের মধ্যে তদন্ত প্রতিবেদন কলেজ প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।

কলেজ সূত্রে জানা যায়, কলেজের জামিলুর রহমান ছাত্রবাসের সামনে সোমবার রাত ১২টার দিকে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮জন আহত হন। রাতেই আহত ছাত্রলীগ নেতা ও ৪২তম ব্যাচের ছাত্র নাসিমকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে পর্যায়ক্রমে একই ব্যাচের ইমরান, সূজন, ইয়াহিয়া খান, শ্রাবন, নাদিম, শুভ হাসপাতালে ভর্তি হন।

সকালে দু’গ্রপের পক্ষ থেকে পৃথক তিনটি লিখিত অভিযোগ দেওয়া হয় কলেজের অধ্যক্ষ বরাবর।

আর এ লিখিত অভিযোগের উপর ভিত্তি করে একাডিমেকি কাউন্সিলের জরুরি সভা আহ্বান করেন কলেজ প্রশাসন।

সভায় সার্জারির বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম সারফুজ্জামান রুবেলকে প্রধান করে ও কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. এস এম সরোয়ারকে সদস্য সচিব করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডা. সেলিনা পারভীন, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সাইদুর রহমান, ডা. মনিরুজ্জামান শাহিন ও ডা. মাহামুদ মোর্শেদ রানা।

এ বিষয়ে কলেজের উপাধাক্ষ ডা. মাকসেমুল হক বাংলানিউজকে জানান, ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ তিনটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের মিটিং করা হয় এবং সেখান থেকে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তারা আগামী ৭ কার্যদিবেসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন।

তিনি আরো জানান, এছাড়া কলেজে চলামান ছাত্রলীগের গ্রুপিং রোধ এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে অতি শিগগিরই বরিশাল-১ আসনের সংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ ও বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেসা আফরোজের দৃষ্টি আকর্ষণ করবে কলেজ প্রশাসন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।