ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
জবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ১০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের কলা অনুষদের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১০জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার বিকেল ৩টায় কলা অনুষদের অধীন বি ইউনিটের ভর্তি পরীক্ষা দেওয়ার সময় তাদের আটক করা হয়।



আটক দশজন হলেন, ভর্তি পরীক্ষার্থী এমাজুর রহমান, তালহা জুবায়ের, ইমরান আহমেদ, নুসরাত জাহান, খোরশেদুল ইসলাম, কামরুল ইসলাম, জবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র নিউটন, আবু ইউসুফ, লেলিন ও বহিরাগত আরমান।

এদের মধ্যে চারজন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জালিয়াতিতে সহযোগিতা করছিলেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ বাংলানিউজকে জানান, বি ইউনিটের ভর্তি পরীক্ষায় মুঠোফোনের ক্ষুদেবার্তায় নকল করার সময় বিভিন্ন কেন্দ্র থেকে ৬ জনকে আটক করা হয়েছে। এরপর তাদের দেওয়া তথ্যানুসারে আরো চার সহযোগীকে আটক করা হয়েছে।

তাদের কোতয়ালি থানায় পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে পরীক্ষা হলে মোবাইল নিয়ে প্রবেশ করায় তিন পরীক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া না হলেও পুলিশে সোপর্দ করা হয়নি।

এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে (বি ইউনিট) ৭১০টি (মানবিক-৪৯০টি, বিজ্ঞান- ১৪৫টি, বাণিজ্য ও অন্যান্য- ৭৫টি) আসনের বিপরীতে ৫০ হাজার ৫৫১জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করে।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় জবি ক্যাম্পাসসহ  কেন্দ্রে একযোগে ২৭টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।