ঢাকা বিশ্ববিদ্যালয়: গৌরবময় ২৯ বছর পূর্ণ করে ৩০ বছরে পদার্পণ করলো ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। ১৯৮৫ সালের এই দিনে প্রতিষ্ঠা লাভ করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এ সংগঠনটি।
এ উপলক্ষে সন্ধ্যায় টিএসসির শিক্ষক লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের বর্তমান ও সাবেক প্রতিনিধিদের উপস্থিতিতে কাটা হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক।
এসময় সমিতির বিভিন্ন গৌরবোজ্জল বিষয় তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন- সমিতির সভাপতি মাসুম বিল্লাহ, সাবেক সভাপতি এমএম জসীম, বিশ্ববিদ্যালয় জনসংযোগ পরিচালক নুর ই ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক গালীব আশরাফ, বর্তমান সহ-সভাপতি মাহমুদুল হাসান মাহী, কার্য নির্বাহী সদস্য সাখাওয়াত আমিন, ফরহাদ উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সানাউল হক সানী।
এর আগে দুপুর সাড়ে ১২টায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমেদ। এতে অংশ নেন সমিতির সদস্যরাসহ বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
এসময় সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যাপক নাসরিন আহমেদ বলেন, সত্যনিষ্ঠতা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করে সত্যকে জাতির সামনে তুলে ধরতে হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা যাবেনা।
টিএসসিতে অবস্থিত সমিতির কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি শেষ হয় অপরাজেয় বাংলার সামনে গিয়ে।
বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪