ঢাকা: যে কোনো দুর্যোগ মোকাবেলায় ছাত্র-ছাত্রীরা এগিয়ে যাবে, বাংলাদেশের জনগণ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০১৪’র সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বিশ্বমানের প্রতিযোগী বেরিয়ে আসবে। যারা দেশি ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান নিয়ে আসবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা চাই শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে বেড়ে উঠুক। বিভিন্ন ধরনের খেলাধুলা ও এ ধরনের প্রতিযোগিতা তাদের শারীরিক ও মানসিক গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
এসময় শেখ হাসিনা সমাপনী অনুষ্ঠান সংক্ষিপ্ত করা নিয়ে বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে ছেলে-মেয়েরা অসুস্থ হবে এটা আমরা চাই না। তাই অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হচ্ছে। ভবিষ্যতে সুযোগ হলে ডিসপ্লেসহ সবই করা হবে।
গত মঙ্গলবার ৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা- ২০১৪’র উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।
দেশের ৮টি শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের (স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল) সব শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে উপজেলা থেকে অঞ্চল পর্যায়ের বিজয়ীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
৪৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা-২০১৪’ এ ৮টি শিক্ষা বোর্ডের মোট ৪৮১ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছাত্রী ১৬০ জন, ছাত্র ২৬৪ জন এবং ৫৭ জন কর্মকর্তা।
** বৃষ্টি উপেক্ষা করেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিক্ষার্থীদের ভিড়
** গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪