জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (স্নাতক সম্মান) ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে চার পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিটের (আই.আই.টি.) ভর্তি পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।
আটক পরীক্ষার্থীরা হলেন, মো. কাইসার আহমেদ, নূর মোহাম্মদ, মো. রেজা-ই-রাব্বি ও মার্জিয়া মীম।
বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের ২০২ নং কক্ষে ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে জালিয়াতির সময় কর্তব্যরত শিক্ষকের কাছে সরাসরি ধরা পড়েন মো. কাইসার আহমেদ।
এ বিষয়ে কর্তব্যরত শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সর্ম্পক বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ হেল কাফী বাংলানিউজকে বলেন, মোবাইল ব্যবহার করে জালিয়াতির চেষ্টা করায় ওই শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পরবর্তীতে প্রক্টরের কাছে সোপর্দ করা হয়েছে তাকে।
আটক শিক্ষার্থী কাইসার আহমেদ বাংলানিউজকে জানান, ক্ষুদে বার্তায় (এসএমএস) প্রশ্নের উত্তর প্রদান শর্তে রাশেদ নামের এক বহিরাগত শিক্ষার্থীর সঙ্গে তার ২ লাখ টাকার চুক্তি হয়।
এদিকে ভর্তি পরীক্ষার উত্তরপত্র বদল করার অপরাধে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০৩ নং কক্ষ থেকে মো. রেজা-ই-রাব্বি ও মার্জিয়া মীম নামের আরো দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
একই সময় ভুয়া পরীক্ষার্থী সন্দেহে নূর মোহাম্মদ নামে আরেক শিক্ষার্থীকেও আটক করা হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বাংলানিউজকে বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটিকে জানানো হয়েছে। এ ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে।
এদিকে শনিবার সকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বিভিন্ন অনুষদে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী প্রমুখ।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, ২১ সেপ্টেম্বর কোনো ভর্তি পরীক্ষা নেই। ২২ সেপ্টেম্বর সোমবার ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার এক হাজার ৯৫৫টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৬ হাজার ৩২৪জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা সেপ্টেম্বর ২০, ২০১৪