ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কোটালীপাড়ায় লুৎফর রহমান কলেজ বন্ধ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
কোটালীপাড়ায় লুৎফর রহমান কলেজ বন্ধ ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি ডিগ্রি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে।

এ ঘটনার জের ধরে শনিবার বিকেল অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ও নির্বাচন স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।



এর আগে বিকেল সাড়ে ৩টায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম মুন্নু উপজেলা ছ‍াত্রলীগ মনোনীত প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিক্ষক, ছাত্র, কর্মচারী, পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়।

সংঘর্ষে গুরুতর আহত কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মন্নু , সাবেক ভিপি মেহেদী হাসান মুন, কলেজের পিয়ন বাকা মোল্লা, ছাত্রলীগ মনোনীত ভিপি প্রার্থী স্বপন তালুকদার, এজিএস প্রার্থী সবুজ মন্ডল, ছাত্রলীগ কর্মী কালাম ও তরিকুল সরদার শেখকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আবুল কালাম ও মানিক হাওলাদারকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

কলেজ সূত্র জানায়, শনিবার কলেজ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মন্নুসহ ছাত্রলীগের শীর্ষ নেতারা স্বপন তালুকদারকে ভিপি পদে মনোনয়ন দিয়ে একটি প্যানেল জমা দিতে গেলে মনোনয়ন বঞ্চিত ভিপি প্রার্থীরা বহিরাগতদের সঙ্গে নিয়ে তাদের ওপর আক্রমন চালায়। দুই গ্রুপের ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিক্ষক, পুলিশ, কমূচারী, ছাত্রসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

এ সময় কলেজ অধ্যক্ষের কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্রলীগ কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে কলেজের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। কলেজের পক্ষ থেকে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর গৌরাঙ্গ লাল চৌধুরী ছাত্র সংসদের নির্বাচন স্থগিত ও কলেজ অর্নিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।