ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

উপ-নির্বাচন উপলক্ষে রোববার কুয়েট বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
উপ-নির্বাচন উপলক্ষে রোববার কুয়েট বন্ধ

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২১ সেপ্টেম্বর রোববার বন্ধ থাকবে।

খুলনার দিঘলিয়া উপজেলায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে।



শনিবার রাত ৮টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (চলতি দায়িত্ব) মনোজ কুমার মজুমদার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়টি দিঘলিয়া উপজেলার আওতাভুক্ত হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ০৪ সেপ্টেম্বর ০৫.০০.০০০০.১৭৩.০৮.০০৪.১১-১৯৩ নং স্মারক মোতাবেক বিশ্ববিদ্যালয়ে কর্মরত সংশ্লিষ্ট সকলের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য রোববার ছুটি ঘোষণা করা হয়েছে।

২২ সেপ্টেম্বর সোমবার থেকে বিশ্ববিদ্যালয় যথারীতি চলবে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।