ঢাকা: হরতালের কারণে প্রথম দফা পেছানোর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের প্রথমবর্ষ অনার্সের প্রথম পরীক্ষা হরতালের কারণে স্থগিত করা হয়েছে।
সোমবার এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ শনিবার সন্ধ্যায় বাংলানিউজকে বলেন, সোমবারের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলি যথাসময়ে অনুষ্ঠিত হবে।
আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের দায়ে ‘আমৃত্যু কারাদণ্ড’র প্রতিবাদে বৃহস্পতি ও রোববার হরতাল ডাকে জামায়াত।
এর কারণে রোববার অনুষ্ঠিতব্য প্রথমবর্ষের পরীক্ষা পিছিয়ে সোমবার নেওয়া হয়। কিন্তু বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার প্রতিবাদে ২২ সেপ্টেম্বর সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
উপাচার্য বলেন, সোমবারের পরীক্ষাটি সবার শেষে নেওয়া হবে। পরবর্তীতে এ পরীক্ষার সূচি ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪