ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবে ‘স্কিলস ফর লাইফ’ কোর্সের সার্টিফিকেট বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
ইউল্যাবে ‘স্কিলস ফর লাইফ’ কোর্সের সার্টিফিকেট বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ ‘স্কিলস ফর লাইফ-২০১৪’ কোর্সে অংশগ্রহণকারী এ-লেভেল ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) শিক্ষার্থীদের কোর্স সমাপনী সার্টিফিকেট দেওয়া হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) ইউল্যাব ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ সার্টিফিকেট রিতরণ করা হয়।



সম্পূর্ণ ফ্রি এই কোর্সে ২০১৪ শিক্ষা বর্ষে এ-লেভেল ও এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৭ জন এই কোর্সে অংশগ্রহণ করে।

কোর্সটিতে পুঁথিগত জ্ঞানের পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাযথ যোগ্যতা ও দক্ষতার পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে সাজানো হয়েছে।

এ লেভেল ও এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা নিজেদের জ্ঞানের পরিধি বিস্তৃত করতে পারবে এই কোর্সের মাধ্যমে। এমনটাই মত ইউল্যাব কর্তৃপক্ষের।

চার সপ্তাহের এই কোর্স শেষে তরুণরা অন্য শিক্ষার্থীদের চেয়ে একধাপ এগিয়ে থাকতে পারবে।

কোর্সটির সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে ইউল্যাবের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি), পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউট, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ ও দৈনিক ডেইলি স্টার।

এই কোর্সটিকে ‘লার্ন অ্যান্ড গ্রো, ক্রিয়েট অ্যান্ড এক্সপ্রেস এবং প্রটেক্ট অ্যান্ড সার্ভ’ এই তিনটি মডিউল এ ভাগ করা হয়। ‘লার্ন এন্ড গ্রো’ মডিউলে শিক্ষার্থীরা শিখেছে ইংরেজি ভাষায় ফ্ল্যাশ ও কমিক স্ট্রিপে গল্প লেখা, প্রেজেন্টেশন এবং পাবলিক স্পিকিং, মানি ম্যাটারস, ক্যারিয়ার প্ল্যানিং।

‘ক্রিয়েট অ্যান্ড এক্সপ্রেস’ মডিউলে ব্লগিং, ম্যাগাজিন প্রকাশনা, ব্যাসিক ওয়েব ডিজাইনিং, মোবাইল ফোনের মাধ্যমে ফটোগ্রাফি এবং চলচ্চিত্র তৈরি শিখেছে এবং সর্বশেষ মডিউল ‘প্রটেক্ট অ্যান্ড সার্ভ’ এ দুর্যোগ ব্যবস্থাপনা, ট্রাফিক সচেতনতা এবং সাটেইনেবল লিভিং সম্পর্কে জ্ঞান লাভ করেছে।
 
ইউল্যাব কমিউনিকেশন্স এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের উপদেষ্টা মিস. জুডিথা ওলমাখার উদ্বোধনী বক্তব্য প্রদান করেন।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টির সিনিয়র উপদেষ্টা প্রফেসর ব্রায়ান সোস্মিথ স্কিলস ফর লাইফ প্রশিক্ষকদের সম্মাননা স্মারক তুলে দেন। আর এ অনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজ আনাম অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।  

এ সময় ইউল্যাব উপাচার্য অধ্যাপক ইমরান রহমান সবার উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক এইচ. এম. জহিরুল হক, রেজিস্ট্রার লে. কর্ণেল মো. ফয়জুল ইসলাম (অব.), ইউল্যাব কমিউনিকেশন্স অফিসের সিনিয়র ম্যানেজার নাসিমা খন্দকার, ইউল্যাবের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং অন্যান্য অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।