ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শান্তি ও মানবাধিকার নিয়ে বিইউপিতে সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
শান্তি ও মানবাধিকার নিয়ে বিইউপিতে সেমিনার

ঢাকা: শান্তি ও মানবাধিকার নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার মিরপুর সেনানিবাসে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।



‘পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান।

তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা করতে নিজেদের দায়বদ্ধতা ও সমাজের সকল শ্রেণির অংশগ্রহণ প্রয়োজন।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এবং প্রাক্তন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর মি. নিল ওয়াকার এবং বিইউপি-এর উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ উপস্থিত ছিলেন।
সেমিনারে মডারেটরের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজের ডিন কমডোর জোবায়ের আহমদ।

এছাড়া সেমিনারে জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করেন ইউনাইটেড নেশন্স ইনফরমেশন সেন্টারের অফিসার ইন চার্জ মো. মুনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।