ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

দুই-একদিনের মধ্যেই ঢাবির খ ইউনিটের ফল প্রকাশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
দুই-একদিনের মধ্যেই ঢাবির খ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের অধীন খ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রস্তুত করেছে ডিন অফিস। দুই একদিনের মধ্যেই তা প্রকাশ করা হবে।



মঙ্গলবার খ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার ফলাফল প্রস্তুত করে আমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। প্রকাশের  দায়িত্ব তাদের।

তবে দুই একদিনের মধ্যেই প্রকাশ হতে পারে বলে জানান ড. সদরুল আমিন।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের মোট ৭৩টি কেন্দ্রে খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২ হাজার ২২১ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ৪১হাজার ৯ ৬০ জন ভর্তিচ্ছু অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।