ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাপান ফার্স্ট লেডির উপহার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাপান ফার্স্ট লেডির উপহার জাপানের ফার্স্ট লেডি আকি আবে

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিজের লেখা বইসহ অসংখ্য শিক্ষাসামগ্রী উপহার দিয়েছেন জাপানের ফার্স্ট লেডি আকি আবে।

জাপানি সংস্কৃতি এবং ভাষা শেখার এসব সামগ্রী ফার্স্ট লেডির পক্ষ থেকে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জাপান স্টাডি সেন্টার কর্তৃপক্ষের কাছে তুলে দেন জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।



জাপান দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে জাপানি সংস্কৃতি এবং জীবন-যাপনের উপর ৪৫টি বই, জার্নাল ও ম্যাগাজিন আকি লাইব্রেরি থেকে হস্তান্তর করা হয়। এর মধ্যে আকি আবের লেখা বইও আছে।

এসময় জাপান স্টাডি সেন্টারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, প্রভাষক জাহাঙ্গীর আলমসহ শিক্ষার্থীরা।

আকি আবের শুভেচ্ছা উদ্ধৃত করে রাষ্ট্রদূত সাদোশিমা বলেন, আশাকরি শিক্ষার্থীরা জাপান সম্পর্কে ভালোভাবে জানতে এই নতুন গবেষণা উপকরণের সঠিক ব্যবহার করবেন।  

আকি আবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আবদুল্লাহ আল মামুন বলেন, এ উপহার জাপান-বাংলাদেশের সমন্বিত অংশিদারিত্বের প্রতীক। আশাকরি শিক্ষার্থীরা এগুলোর সর্বোচ্চ ব্যবহার করবেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।