ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

সাঈদীর রায় প্রত্যাখ্যান করে জাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
সাঈদীর রায় প্রত্যাখ্যান করে জাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত দেল‍াওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে ও গণজাগরণ মঞ্চের মহাসমাবেশে সংহতি জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বুধবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।

পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাফায়াত পারভেজ বলেন, অতীতে যে সরকারই ক্ষমতায় এসেছে তারাই যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে রাজনীতি করেছে। আর বর্তমান মহাজোট সরকার মানবতাবিরোধী অপরাধীদের বাঁচাতে জামায়াত-শিবির চক্রের সাথে আঁতাত করেছে। জোট-মহাজোট সরকার সবসময়ই রাজাক‍ারের পাহারাদার হিসেবে কাজ করেছে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তন্ময় ধর বলেন, বর্তমান আওয়ামী লীগের রাজনীতির সাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের কোনো মিল নেই। সরকার তার ক্ষমতা ধরে রাখার জন্য জামায়াতের সাথে আঁতাত করেছে, সাঈদীর সাজা কমিয়ে দেয়া রায় সে কথাই প্রমাণ করে।

সমাবেশ শেষে বক্তারা আগামী ২৬ সেপ্টেম্বর গণজাগরণ মঞ্চের মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।