ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

৩৪তম বিসিএস

আরো এক লাখ উত্তরপত্র মূল্যায়ন বাকি!

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
আরো এক লাখ উত্তরপত্র মূল্যায়ন বাকি!

ঢাকা: প্রিলিমিনারির এক বছর পর অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষাও শেষ হয়েছে ছয় মাস আগে।

কিন্তু প্রকাশ করা হয়নি ৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল।

গত দেড় বছর ধরে অপেক্ষারও শেষ হচ্ছে না প্রায় ৫০ হাজার চাকরিপ্রার্থীর। সরকারি চাকরির বয়স শেষ হয়ে যাওয়ায় অনেকে রয়েছেন বিপাকে। অপেক্ষায় রয়েছেন তাদের অভিভাভকরাও।

সরকারি কর্মকমিশন (পিএসসি) বলছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে আরো অন্তত এক মাস সময় লাগবে।

গত ২৪ থেকে ৩১ মার্চ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রার্থী ছিল ৪৬ হাজার ৫৩০ জন।

এরপর ৪ থেকে ২৫ মে অনুষ্ঠিত হয় বিষয়ভিত্তিক পরীক্ষা।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২ পদে নিয়োগের জন্য গত বছরের ৭ ফেব্রুয়ারি ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

গত বছরের মে মাসে অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন এক লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী।
 
কোটা জটিলতায় দুই দফায় প্রকাশ করা হয় প্রিলিমিনারির ফল।

প্রথম দফায় গত বছরের ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রিলিমিনারির ফল প্রকাশ করে কমিশন। এতে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

কিন্তু প্রকাশিত ফলে মেধাবীরা অনেকেই বাদ পড়েছেন অভিযোগ তুলে আন্দোলন শুরু হলে ১৪ জুলাই পুনর্মূল্যায়িত ফল প্রকাশ করা হয়, যাতে ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।

পুনর্মূল্যায়িত ফলে আদিবাসীরা বাদ পড়েন বলে অভিযোগ ওঠে। আগের ফলে উত্তীর্ণ হলেও সংশোধিত ফলে ২৮০ জনের নাম ছিল না।

১৬ ফেব্রুয়ারি তাদেরও যোগ করে প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়, যাতে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪৬ হাজার ৫৩০ জন।

এতো বিশাল সংখ্যক প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে সময়ক্ষেপণ হচ্ছে বলে জানিয়েছেন পিএসসির কর্মকর্তারা।

পিএসসির একজন সদস্য বুধবার বাংলানিউজকে বলেন, প্রায় ৫০ হাজার প্রার্থীর সাড়ে তিন লাখের মতো উত্তরপত্র মূল্যায়নে সময় লাগছে বেশি। এজন্য ফল প্রকাশেও বিলম্ব হচ্ছে।

কমিশনের ওই সদস্য জানান, আরো এক লাখ উত্তরপত্র মূল্যায়ন বাকি আছে। আশা করছি, আগামী এক মাসের মধ্যে তা শেষ হবে।

লিখিত পরীক্ষার্থীর সংখ্যা কমাতে ইতোমধ্যে নতুন বিধিমালা করে ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জানিয়ে পিএসসির আরেক সদস্য মাইন উদ্দিন খন্দকার বাংলানিউজকে বলেন, আগামীতে লিখিতের ফল পেতে এতো বিলম্ব হবে না।

লিখিত পরীক্ষায় অংশ নেওয়া একাধিক প্রার্থী বাংলানিউজকে বলেন, লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেষে ভাইবা শেষ করতে আরো কয়েক মাস চলে যাবে। এছাড়া চূড়ান্ত নিয়োগ হতে সময় লাগবে আরো সময়।

এক বিসিএস পরীক্ষার চূড়ান্ত নিয়োগের জন্য দুই বছরের বেশি অপেক্ষা কষ্টসাধ্য ব্যাপার বলেও মন্তব্য করেন তারা।

পিএসসির চেয়ারম্যান ইকরাম আহমেদ বাংলানিউজকে বলেন, লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। মূল্যায়ন শেষে যতো দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।