ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে ঈদ ও পূজার ছুটি ঘোষণা করা হয়েছে। নির্ধারিত ছুটির এক দিন আগেই এ ছুটি শুরু হচ্ছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ছুটি ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
চাকরির দাবিতে ছাত্রলীগের চলমান অবরোধে বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে ব্যর্থ হয়ে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানায়, বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী ঈদ ও পূজার নির্ধারিত ছুটি রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনের একদিন আগেই এ ছুটি শুরু হচ্ছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় ২৭ সেপ্টেম্বর থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি উপলক্ষে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর দেড়টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলসমূহ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া ২৭ সেপ্টেম্বর হতে ১৪ অক্টোবর পর্যন্ত অফিস কার্যক্রম এবং ১৫ অক্টোবর পর্যন্ত ক্লাস ছুটি থাকবে। ছুটি শেষে ১৫ অক্টোবর আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, ২৮ সেপ্টেম্বর থেকে নির্ধারিত ছুটি শুরু হওয়ার কথা থাকলেও ভিসি প্রফেসর ড. আব্দুল হাকিম সরকার নির্বাহী ক্ষমতা বলে ২৭ সেপ্টেম্বর (শনিবার) থেকে এ ছুটি ঘোষণা করেছেন। এর আগে মঙ্গলবার প্রভোস্ট কাউন্সিলের এক জরুরি সভায় ২৫ সেপ্টেম্বর হল বন্ধের সুপারিশ করা হয়।
২০ সেপ্টেম্বর (শনিবার) থেকে চাকরির দাবিতে ছাত্রলীগের অবরোধে কার্যত অচল রয়েছে বিশ্ববিদ্যালয়। এ অচলাবস্থা নিরসনে ব্যর্থ হয়েই বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে সূত্রটি জানায়।
এর আগে, গত ২৪ আগস্ট পুলিশ-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ১৫দিন বন্ধ থাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পরে, ৯ সেপ্টেম্বর ক্যাম্পাস পুনরায় খুলে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪