ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ‘খ’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে নতুন শর্ত আরোপ করা হয়।
মঙ্গলবার প্রকাশিত খ ইউনিটের ফল বিশ্লেষণ করে দেখা গেছে সব শর্ত পুরণ করে ইংরেজি বিভাগে ভর্তির যোগ্যতা রয়েছে মাত্র ২ জন শিক্ষার্থীর! অথচ বিভাগে আসন রয়েছে ১৩২টি।
বিশ্ববিদ্যালয়ের নতুন ভর্তি নিয়ম অনুযায়ী ইংরেজি বিভাগে ভর্তি হতে চাইলে একজন শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ইংরেজি বিষয়ে ২০০ নম্বরের সিলেবাস পড়তে হবে। ওইসব পরীক্ষা ইংরেজি বিষয়ে ‘এ’ গ্রেড এবং ‘ও লেভেল’ থেকে পাস করা শিক্ষার্থীদের ন্যূনতম ‘সি’ গ্রেড পেতে হবে।
ভর্তিপরীক্ষায় সাধারণ ইংরেজিতে পেতে হবে ন্যূনতম ২০ নম্বর। এবার বাধ্যতামূলক করা হয়েছে ইলেকটিভ ইংরেজি। এতেও পেতে হবে ন্যূনতম ১৫নম্বর।
কিন্তু ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর ইংরেজি বিভাগে ভর্তি হতে মোট ভর্তিচ্ছুদের মধ্যে ইলেকটিভ ইংরেজি অংশের উত্তর করেছিল মাত্র ১ হাজার ৩৬৪ জন।
কিন্তু যারা ইলেকটিভ ইংরেজির উত্তর করেছেন তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ১৭ জন। এই ১৭ জনের মধ্যে সাধারণ ইংরেজিতে ২০ এবং ইলেকটিভ ইংরেজিতে ১৫ পেয়েছেন মাত্র ২ জন। অথচ বিভাগটিতে আসন সংখ্যা রয়েছে ১৩২টি।
সমস্যাটির সমাধান কিভাবে হতে পারে জানতে চাইলে খ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বাংলানিউজকে জানান, পরীক্ষায় ফল বিপর্যয়ের ফলে সৃষ্ট সমস্যা সম্পর্কে ভর্তি কমিটির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে লিখিতভাবে জানানো হবে। তারপর ভর্তি কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
তাছাড়া সামনে ‘ঘ’ ইউনিটের পরীক্ষা রয়েছে, এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেলেই সব কিছু স্পষ্ট করে বলা যাবে।
সামান্য কিছু পরিবর্তন আনার ফলে এবারের ইংরেজি ও ইলেকটিভ ইংরেজি অংশের প্রশ্ন অন্যান্যবারের তুলনায় সহজ হয়েছিল বলেও জানান তিনি।
গত ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই ভর্তি পরীক্ষা। ফলাফল প্রকাশ করা হয় ২৩ সেপ্টম্বর রাতে।
বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪